কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘণ্টায় ১৮ মৃত্যু
1 min read

কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘণ্টায় ১৮ মৃত্যু

সারাদেশ ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ১৫ জন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়।

শনিবার (১০ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৮ শতাংশ।

তাপস কুমার জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবার বাড়ি কুষ্টিয়ায়। বর্তমানে হাসপাতালে ২০০ বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ২৫৯ জন। বেড না থাকায় অনেকে বারান্দায় আছেন। ভর্তি রোগীদের মধ্যে ১৩০ জন সেন্ট্রাল অক্সিজেন সুবিধা পাচ্ছেন। বাকিদের সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। এ ছাড়াও রয়েছে ওষুধের সংকট।

এদিকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নিয়ে ১০৪ জন সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *