রাজশাহীর এক হাসপাতালেই করোনা ওয়ার্ডে ১৭ মৃত্যু
1 min read

রাজশাহীর এক হাসপাতালেই করোনা ওয়ার্ডে ১৭ মৃত্যু

সারাদেশ ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন।

মৃতদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ, ১১ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৬ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭১টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৬৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *