কুষ্টিয়ার এক হাসপাতালেই করোনা ওয়ার্ডে ২০ জনের মৃত্যু

সারাদেশ ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন মৃত্যু কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় আবার বেড়েছে। হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ২০ জন। এদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ও আটজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। মারা যাওয়াদের সবার বাড়ি কুষ্টিয়া জেলায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করেন।
গত ২৪ ঘণ্টায় ৯৮৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০৫ জন। শনাক্তের হার ২০.৭৪ শতাংশ। হাসপাতালে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন আছেন ১৮৩ জন আর উপসর্গ নিয় ৬৭ জন।
এদিকে মৃত্যু বাড়লেও শনাক্তের হার কিছুটা কমেছে। গত এক মাসের মধ্যে একদিনে এটিই সর্বনিম্ন শনাক্ত। এদিকে আগের দিন মারা যান ১১ জন। এদিন শনাক্ত হয় ৮৮ জন। ২৮০টি পরীক্ষায় শনাক্তের হার ছিল ৩১.৪২ শতাংশ।
এদিকে হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় সবারই হাই ফ্লু ন্যাজাল ক্যানুলা প্রয়োজন হচ্ছে। তবে তা দেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে অক্সিজেনের অভাবে অনেকে মারা যাচ্ছেন। এদিকে আইসিইউ বেড না থাকায় অনেক রোগীকে ঢাকা ও রাজশাহী পাঠানো হচ্ছে।
এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।