
কাতারে আফগান সরকার ও তালেবানের দুইদিনের বৈঠক শেষ
বিশ্ব রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে দুইদিনের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দুইপক্ষ আবারও বৈঠকে বসার কথা জানিয়েছে।
সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার কাতারের দোহায় আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দুইপক্ষই আফগানিস্তানে মানবিক সহায়তা দেয়ার জন্য কাজ করে যাওয়ার ঘোষণা দেয়।
আফগান সরকারের প্রতিনিধিরা গত কয়েক মাস ধরেই তালেবান শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। তবে এরই মাঝে আফগানিস্তানের বড় অংশ তালেবান দখলে নিলে আলোচনা থমকে যায়। এ অবস্থায় কাতারের মধ্যস্থতায় দোহারে তালেবানের সঙ্গে বৈঠকে বসে আফগান সরকার।
দোহায় অনুষ্ঠিত বৈঠকে মধ্যস্থাতাকারী কাতারের ‘সন্ত্রাসবাদবিরোধী’ দূত মুতলাক আল কাহতানি জানান, দুইপক্ষই সমঝোতায় পৌঁছানোর আগ পর্যন্ত উচ্চ পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। আলোচনা এগিয়ে নিতে আগামী সপ্তাহে তারা আবারও বৈঠকে বসতে রাজি হয়েছে।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করার পর গত কয়েক সপ্তাহে তালেবান যোদ্ধারা দেশটির বিভিন্ন অঞ্চলে আক্রমণ জোরদার করেছে। এরইমধ্যে তালেবান যোদ্ধারা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কয়েকটি ক্রসিং এবং সীমান্তবর্তী এলাকার নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে।