কক্সবাজারে বৌদ্ধবিহারে সন্ত্রাসিদের ছুরিকাঘাতে পৌর কাউন্সিলরের ছেলে খুন
1 min read

কক্সবাজারে বৌদ্ধবিহারে সন্ত্রাসিদের ছুরিকাঘাতে পৌর কাউন্সিলরের ছেলে খুন

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

পর্যটন শহর কক্সবাজারে সন্ত্রাসিদের ছুরিকাঘাতে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু’র ছেলে সেজান (২০) নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের বইল্ল্যা পাড়া অগ্মমেধা বৌদ্ধ বিহার কম্পাউডে এই খুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় সন্ত্রাসি তাহের, রাজু, শাহীন, অভিসহ আরও কয়েকজন মিলে সেজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খোরশেদ আলম নামক একজন যুবক সেজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুত্র মতে, খুনিদের সাথে নিহত সেজানের কথা-কাটাকাটি জের ও মাদকসহ বিভিন্ন কিছুর দ্বন্দ্ব থেকেই সেজানকে খুন করা হয়েছে। এই কিশোর গ্যাংটি অগ্মমেধা বৌদ্ধ বিহার এলাকায় নিয়মিত আড্ডা দিতো।

নিহত সেজানের মা জানান, তিনি তার ছেলে সেজানকে নিয়ে শহরের জাদিরাম পাহাড় এলাকায় বসবাস করেন। সোমবার সকালে সেজানকে কয়েকজন কিশোর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

এর আগের রাতে খুনীদের সাথে তার ছেলে সেজানের তর্ক হয়েছিল বলেও জানান সেজানের মা। তিনি বেলা ১২টার দিকে তার ছেলে সেজানকে খুন করার খবর পান।

সেজানকে উদ্ধারকারি খোরশেদ আলম সাংবাদিকদের জানান, কক্সবাজার শহরের অগ্মমেধা বৌদ্ধ বিহার এলাকায় তারা গেইম খেলার সময় এই খুনের ঘটনা সংঘটিত হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, ঘটনার ক্লু উদঘাটন, খুনীদের চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে সেজানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অপরদিকে সেজানের লাশ উদ্ধারকারি খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *