নববধূকে হেলিকপ্টারে বাড়ি আনলেন ছাত্রলীগ নেতা

সারাদেশ ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
বিয়ের পর হেলিকপ্টারে নববধূকে গ্রামে নিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিজ্ঞান শাখার সহ-সভাপতি আব্বাস আল কোরেশি।
শুক্রবার (২০ আগস্ট) বিকেলে মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নববধূকে বহনকারী হেলিকপ্টারটি নামলে বর-কনেকে দেখতে হাজার হাজার উত্সুক মানুষ ভিড় করেন।
ছাত্রলীগ নেতা আব্বাস আল কোরেশি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের হাজীবাড়ি এলাকার এটিএম আবদুল ওমর ফারুকের বড় ছেলে।
কনে ঢাকার আগারগাঁও এলাকার সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পারসোনাল অফিসার আমিনুর রহমানের মেয়ে জান্নাতুল নাইমা। তিনি ফরিদপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আগারগাঁওয়ে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আব্বাস নাইমা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পরে স্ত্রীকে হেলিকপ্টারে চড়িয়ে বাবার বাড়িতে নিয়ে আসেন আব্বাস। বিকেল সাড়ে ৫টার দিকে আমিনুর রহমান কলেজ মাঠে হেলিকপ্টারটি নামলে বর ও কনেকে বরণ করে নেন আব্বাসের পরিবারের লোকজন।
ছাত্রলীগ নেতা আব্বাসের এমন জাকজমকপূর্ণ বিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, নববধূকে নিয়ে হেলিকপ্টারযোগে মাগুরা আসার বিষয়ে আগে থেকেই আব্বারের পরিবার লিখিত অনুমতি নিয়েছে।
এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।