জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু
1 min read

জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

ডেস্ক রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন দলটির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।

শনিবার তাকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবুল হক চুন্নু নিজেই।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে আজ আমাকে মহাসচিব হিসেবে মনোনীত করেছেন। আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাকাল থেকে দলের সঙ্গে রয়েছি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের যে আদর্শ এবং কর্ম সেটা গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য।

তিনি বলেন, মহাসচিব হওয়ার পর আমার প্রথম টার্গেট জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের নিয়ে সারাদেশে আমাদের দলকে সংগঠিত করা। আর আগামী নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেয়ার উদ্দেশ্যে দলকে শক্তিশালী করাই হচ্ছে আমার লক্ষ্য।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাবলুর মৃত্যুর পর পরবর্তী মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গা, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, অতিরিক্ত মহাসচিব গাইবান্ধা-১ আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম ছিল আলোচনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *