২০২২ বিশ্বকাপ খেলেই নেইমারের বিদায়!
1 min read

২০২২ বিশ্বকাপ খেলেই নেইমারের বিদায়!

খেলা ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

বয়স মাত্র ২৯। নেইমারের সামনে কমপক্ষে আরও পাঁচ বছরের ক্যারিয়ার পড়ে থাকার কথা। অন্তত লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের দিকে তাকালে তাই মনে হওয়া উচিত। যথাক্রমে ৩৪ আর ৩৬ বছর বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন এ দুজন। কিন্তু নেইমার ভাবছেন ভিন্নভাবে। জানালেন আগামী বছর কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপই হয়ে যেতে পারে তার শেষ!

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড এ পর্যন্ত সেলেসাওদের হয়ে খেলেছেন দুটো বিশ্বকাপে। ২০১৪ আর ২০১৮, দুই বিশ্বকাপেই তিনি ছিলেন ব্রাজিলীয়দের বিশ্বকাপ-স্বপ্নের নিউক্লিয়াস। কিন্তু দু’বারই ব্যর্থতায় শেষ হয়েছে তার অভিযান; প্রথমবার সেমিফাইনালে, পরেরবার কোয়ার্টার ফাইনালেই।

তৃতীয় যাত্রার বাকি আর এক বছর। এ সময়ে তার মনে হচ্ছে না, আরও একটা বিশ্বকাপ খেলবেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লম্বা হবে তার ক্যারিয়ার।

কী বলেছেন নেইমার?
সম্প্রতি ডিএজিএনের বিশেষ এক অনুষ্ঠান ‘নেইমার অ্যান্ড দ্য লাইন অফ কিংস’-এ তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটাই আমার শেষ বিশ্বকাপ।’

কেন কাতারেই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ যাত্রা, সেটাও জানিয়েছেন তিনি। তাতে মিশে ছিল ফুটবলকে বিদায় বলে দেওয়ার ইঙ্গিতও! নেইমার বলেছেন, ‘আমি একে আমার শেষ হিসেবে দেখছি। কারণ আমি জানি না এরপর আমার ফুটবল খেলার মতো মানসিক শক্তি থাকবে কি না।’

সেজন্যেই আগামী বিশ্বকাপে দলকে জেতানোর জন্য মরিয়া একটা চেষ্টাই করবেন নেইমার, জানালেন তিনি। বললেন, ‘সে কারণে আমি ভালোভাবে প্রস্তুতি নিতে, দলের হয়ে শিরোপা জিততে, আমার শৈশবের স্বপ্ন পূরণ করতে সবকিছুই করব। আর আশা করছি, আমি সেটা করতে পারব।’

এখন পর্যন্ত নেইমার যেমন খেলেছেন বিশ্বকাপে
নেইমার বিশ্বকাপে খেলার প্রথম সুযোগটা পেয়েছিলেন ২০১৪ সালে, নিজের মাঠ ব্রাজিলেই। তৎকালীন বার্সেলোনা তারকাকে ঘিরেই সাজানো হয়েছিল ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধার মিশনের রণকৌশল।

২০০২ সালের পর প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখার লক্ষ্যে শুরুটা ভালোই হয় দলের। দুই জয় আর এক ড্র নিয়ে গ্রুপসেরা হয়ে ওঠে নকআউটে। চিলির বিপক্ষে দ্বিতীয় পর্বে পেনাল্টি শুটআউটে জেতে ব্রাজিল। এরপর শেষ আটে কলম্বিয়ার বিপক্ষে দুঃস্বপ্নের এক ম্যাচ কাটে নেইমারের। হুয়ান জুনিগার এক ফাউলে বিশ্বকাপটাই শেষ হয়ে যায় তার, সঙ্গে ব্রাজিলের আশাও। পরের ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বাদ পড়ে তার দল।

চার বছর পর চোটের কারণে বিশ্বকাপে খেলাটাই শঙ্কায় পড়ে গিয়েছিল তার। তবে সে চ্যালেঞ্জটা ভালোভাবেই জয় করেছেন তিনি। তবে সেবার আর আগের জাদু দেখাতে পারেননি, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় সেলেসাওরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *