বাসর ঘরে যাওয়ার আগেই পুলিশের হাতকড়া বরের হাতে

সারাদেশ ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাসর ঘরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২০১৪ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মকিমপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন যাবৎ পালিয়ে ছিলেন তিনি। শনিবার রাতে তার বিয়ে হওয়ার পরে চলছিলো বাসর ঘরের প্রস্তুতি। কিন্তু খবর পেয়ে পুলিশ মাসুম বিল্লাহকে বাসর ঘরে যাওয়ার আগ মুহূর্তে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, নারায়ণগঞ্জ জেলার একটি দ্রুত বিচার আইনে ওয়ারেন্টভুক্ত আসামি মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন পালিয়ে ছিলেন তিনি। শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।