কক্সবাজারে আ.লীগ প্রার্থী পেলেন মাত্র ৯৯ ভোট

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা ভোট পেয়েছেন মাত্র ৯৯টি।
সর্বনিম্ন ভোট পাওয়ায় আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এই ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ার কারণে তিনি কমসংখ্যক ভোট পেয়েছেন।
এছাড়া তিমি আর্থিক ভাবে দূর্বল হওয়ার কারণে অন্যান্য ইউনিয়নের নেতা-কর্মীরাও সহযোগিতা করেননি।
এই পাতার আরও সংবাদ
এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।