
কক্সবাজারের খুরুস্কুলে এক লাখ ইয়াবাসহ ধরা যুবক
নিজস্ব প্রতিবেদক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ গফুর উদ্দিন (২৮) নামে এক মাদক কারবারী যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় নুরুল আমিন (৪২) ও নুর মোহাম্মদ (৩৭) নামে আরও দুজন মাদক কারবারী পালিয়ে যান। ধৃত গফুর উদ্দিন উখিয়ার বালুখালীর আনঞ্জুমান পাড়ার আব্দুস সালামের ছেলে।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে র্যাবের একটি দল খুরুশকুল রোডস্থ সিকদার মাকেটের সামনে অভিযান চালায়।
এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা ট্যাবলেটসহ গফুর উদ্দিনকে (২৮) আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।