তুরস্ক থেকে সরাসরি কক্সবাজার আসলেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী
1 min read

তুরস্ক থেকে সরাসরি কক্সবাজার আসলেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

বাংলাদেশে এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় দেশটির রাজধানী ইস্তাম্বুল থেকে একটি বিশেষ বিমানে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র মতে, বিমানবন্দরে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান তাকে অভ্যর্থনা জানান।

এ সময় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সঙ্গে আসা ২০ সদস্যের প্রতিনিধি দলটি বিমানবন্দর থেকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণের উদ্দেশ্যে যাত্রা করেন বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও উন্নয়ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও রোহিঙ্গাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *