
বিমানবন্দরে ধরা খেলেন চকরিয়ার হাকিম চেয়ারম্যান, লাগেজবোঝাই ক্যাসিনো সরঞ্জাম
ডেস্ক রিপোর্ট
কক্সবাজার ভিশন ডটকম
লাগেজ বোঝাই ক্যাসিনো সরঞ্জাম ও নগদ টাকাসহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন কক্সবাজারের বৃহশত্তর উপজেলা চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম (৭৫)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরে কাস্টমসের তল্লাশিকালে বিমানবন্দর থানা পুলিশের হাতে আটক হন তিনি।
আবদুল হাকিম সাহারবিল ইউনিয়নের ৫ বারসহ ৩৫ বছর চেয়ারম্যানের দায়িত্বপালন করেন।
সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায়কোবাদ।
চেয়ারম্যান আব্দুল হাকিম উপজেলার সাহারবিল ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের মাইজঘোনা এলাকার মৃত আবদুল মজিদের ছেলে।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আযম মিয়া বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকা থেকে কক্সবাজার ফিরছিলেন চেয়ারম্যান আব্দুল হাকিম। বিমানে উঠার পূর্বে কাস্টমসের তল্লাশির সময় লাগেজ বোঝাই বিপুল পরিমাণ ক্যাসিনো সরঞ্জাম ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে আবদুল হাকিমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।