
‘নিরপেক্ষ সরকার’ ছাড়া অন্য কিছুর প্রতি আগ্রহ নেই বিএনপির
ডেস্ক রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি গঠন করেছেন প্রেসিডেন্ট। এই সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আমাদের কোনো আগ্রহ নেই।
সার্চ কমিটি গঠনের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয় সেটা সম্পূর্ণভাবে দলীয় লোকদের নির্বাচিত করে। এবারো তাই হয়েছে। সুতরাং এটা নিয়ে কোনো রকম মাথাব্যথা আমাদের নেই। আমাদের একটাই দাবি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার।
বিএনপি মহাসচিব বলেন, এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। নির্বাচন কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। কারণ আগেই প্রমাণিত হয়েছে, এই সরকারের অধীন কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবেও না।