স্কুল ব্যাগে ইয়াবা লুকিয়ে রেখেছিল সমজিদা

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
টেকনাফ থানা পুলিশ এক নারী মাদক কারবারীকে আটক করেছে। এ সময় আটক নারীর বসতবাড়ি তল্লাশি করে একটি স্কুল ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।
ধৃত ওই নারী হচ্ছেন টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ড দক্ষিণ জালিয়াপাড়া এলাকার আবুল কাসেমের মেয়ে সমজিদা বেগম (৩৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, গোপন তথ্য অনুযায়ী থানায় কর্মরত এসআই সাজ্জাদ সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল ১১ ফেব্রুয়ারী দিবাগত গভীর রাতে আটক নারীর বসতবাড়িতে অভিযান চালান। ওই সময় কাঠের নিচে একটি স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা, নগদ ১৫ হাজার টাকা, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এই ঘটনায় নিজের হেফাজতে ইয়াবা মওজুদ রাখার দায়ে নারী মাদক কারবারী সমজিদাকে আটক করা হয়।
তিনি জানান, আটক নারীসহ মাদক কারবারে জড়িত আরও দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত নারীকে কক্সবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।