ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু, বিস্ফোরণের শব্দ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু, বিস্ফোরণের শব্দ

বিশ্ব ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দেশটির অন্যান্য স্থান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

দোনেৎস্ক অঞ্চলে থাকা বিবিসি’র পূর্ব ইউক্রেন প্রতিনিধি সারাহ রেইনসফোর্ডের বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, ওই অঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে এক টুইটে তিনি লিখেছেন, ক্রামাটোরস্কে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কিয়েভে থাকা বিবিসির প্রতিনিধি পল অ্যাডামস জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।