প্রধানমন্ত্রীর সঙ্গে দুদক চেয়ারম্যানের সাক্ষাৎ, কী হলো আলোচনা
1 min read

প্রধানমন্ত্রীর সঙ্গে দুদক চেয়ারম্যানের সাক্ষাৎ, কী হলো আলোচনা

ডেস্ক রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্‌। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। তবে সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্‌ বলেছেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। এখানে কোনো বিষয়ে আলোচনা বা সিদ্ধান্তের কিছু ছিল না।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দুদকের চেয়ারম্যানের এই সাক্ষাতে দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বরখাস্তের পর চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির ঘটনায় আলোচনায় আসা একজন জ্যেষ্ঠ সচিবও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

শরীফ উদ্দিনের বরখাস্তের রেশ ধরে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালনসহ দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠন করে সংগঠিত হওয়ার প্রেক্ষাপটে এই সাক্ষাৎ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *