
ইউক্রেনের কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ান বাহিনী
বিশ্ব ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
রাশিয়ান বাহিনী কিয়েভে ঢুকে পড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও এই তথ্য জানিয়েছে।
এক টুইটে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সেনারা এখন কিয়েভে রয়েছে।
টুইটে বলা হয়, ‘শত্রুরা’ ওবলন জেলায় ঢুকে পড়েছে। শহরের কেন্দ্রে অবস্থিত সংসদ ভবন থেকে এর দূরত্ব প্রায় সাড়ে পাঁচ মাইলের মতো।
ওই টুইটে স্থানীয়দের ককটেল তৈরি করে লড়াই করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অন্যদের দেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে অবস্থানের পরামর্শ।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই টুইটে বলা হয়, শান্তিপূর্ণ বাসিন্দারা—সতর্ক হোন। ঘরের বাইরে বের হবেন না।
বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।