৩৫০০ রুশ সেনা নিহত, ১৪ যুদ্ধবিমান ও ১০২ ট্যাংক ধ্বংস
1 min read

৩৫০০ রুশ সেনা নিহত, ১৪ যুদ্ধবিমান ও ১০২ ট্যাংক ধ্বংস

বিশ্ব ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, হামলা শুরুর পর থেকে তিন হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, আক্রমণে জড়িত রাশিয়ার তিন হাজার ৫০০ সেনা নিহত হয়েছে এবং দুইশ সেনা সদস্যকে বন্দি করা হয়েছে।

এতে বলা হয়, রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

যদিও বিবিসি ইউক্রেনের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

অপরদিকে রাশিয়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানায়নি।

বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ভয়াবহ সংঘাত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *