মালয়েশিয়া যাওয়ার পথে ৬৫ রাখাইন মুসলিম গ্রেপ্তার
1 min read

মালয়েশিয়া যাওয়ার পথে ৬৫ রাখাইন মুসলিম গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় গ্রেফতার হয়েছেন ৬৫ জন রাখাইন মুসলিম। থাইল্যান্ড সীমান্তের কাছে কায়িন রাজ্যের মিয়াওয়াদ্দি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩৮ জন নারী ও ২৭ জন পুরুষ রয়েছেন। তাদের সঙ্গে ১০ জন শিশুও রয়েছে বলে জানান মিয়াওয়াদ্দি ওয়ার্ড-২ প্রশাসক।

মঙ্গলবার (১ মার্চ) কোনো ভ্রমণ নথি ছাড়াই মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন তারা। গ্রেফতাররা মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যের সিটওয়ে, মংডু এবং বুথিডাং শহরের বাসিন্দা।

মিায়াওয়াদ্দি টাউনশিপ ইমিগ্রেশনের কর্মকর্তা টিন সোয়ে অং বলেন, গ্রেফতাররা জানান- তারা মালয়েশিয়ায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টায় ছিলেন তারা। এরমধ্যে আবার সেখানের কেউ বার্মিজ ভাষায় কথা বলতে না পারায়, বাংলায় কথা বলার জন্য একজন অনুবাদক নিয়োগ করা হয়েছিলো।

ওই ৬৫ জন রাখাইনের অভিবাসন আইনের ৬৩ ধারায় বিচার হয়েছে। এখন তাদের রাখাইন রাজ্যে ফেরত পাঠানো হবে বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তা।

রাজ্যটি থেকে স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় প্রতিবছর অনেকে গ্রেফতার হন। সাজা শেষে তাদের সাধারণত ফেরত পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *