রাজধানীতে একই ভবনে দুই নারীকে গলা কেটে হত্যা
1 min read

রাজধানীতে একই ভবনে দুই নারীকে গলা কেটে হত্যা

রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউটের পাশে এক ভবনের ৫ম তলায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বিকেল ৪টার পর ধানমন্ডি রোড নং ২৮, বাড়ি নং- ২১-এ অবস্থিত ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে একজন বাড়ির গৃহকত্রী ও অন্যজন বাসার গৃহপরিচারিকা।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার এসআই এনামুল হক।

তিনি বলেন, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, বিকেল ৪টার পর দুর্বৃত্তরা ওই নিহত দুই নারী চাকু দিয়ে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *