
আবারও ১৭ রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে গেলো মিয়ানমারে!
বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ১৭ জন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে গেছেন বলে দাবি করেছে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস।
শুক্রবার (১ নভেম্বর) তারা স্ব-প্রণোদিত হয়ে ফিরে যান বলে দাবি করা হয়। এর আগে, ২২ অক্টোবর ২৯ জন এবং ৩১ অক্টোবর ৪৬ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে গেছেন বলেও দাবি করেছিল দেশটির দূতাবাস।
দূতাবাসের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়, তুং পিয় লেটউই শরণার্থী কেন্দ্রে তাদেরকে দেশটির পররাষ্ট্র, সমাজ কল্যাণ, শ্রম, জনসংখ্যা, অভিবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গ্রহণ করেন। এ পর্যন্ত ৪১৪ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে গেছেন।
সেখানে আরও উল্লেখ করা হয়, মিয়ানমার সরকার পরীক্ষামূলকভাবে এ প্রত্যাবাসন প্রক্রিয়া চালাচ্ছে। যেটার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করবে।