জামিন পেতে চান সেই সম্রাট

Samrat

ডেস্ক রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জামিন আবেদন করেছেন।

আদালত তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য আগামী ২২ মার্চ দিন ধার্য করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ সোমবার এ দিন ধার্য করেন।

এদিন আদালতে মামলাটির অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল।

এদিন সম্রাট অসুস্থ থাকায় কারাগার থেকে আদালতে উপস্থিত না করে কাস্টডি ওয়ারেন্ট পাঠায় কারা কর্তৃপক্ষ।

অন্যদিকে সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন (হীরা) জামিনের আবেদন করেন। আদালত সম্রাটের উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। একই সঙ্গে মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্যও একই দিন ধার্য করেন আদালত।

দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ২০১৯ সালের ১২ নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




এই পাতার আরও সংবাদ