
ফেসবুকে কমেন্ট, ছুরিকাঘাতে হত্যা ৩ জনকে
সারাদেশ ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দক্ষিণ গাঁও এলাকায় ফেসবুকের পোস্টে মন্তব্য করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতরা হলেন দক্ষিণগাঁও চরপাড়া এলাকার ২৬ বছর বয়সী ফারুক হোসেন, ১৮ বছর বয়সী নাঈম হোসেন ও ১৫ বছরের রবিন।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে কয়েকজন যুবক হঠাৎ এসে স্থানীয় আরেক যুবক ফারুকের ওপর চড়াও হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাস্থলেই ছুরিকাঘাতে ফারুক ও অপর এক যুবক নাঈম মারা যান।
পরে আহত অবস্থায় রবিনসহ বেশ করেকজনকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশের তথ্য মতে, এই ঘটনায় জড়িত সন্দেহে মনোহরদীর কোচেরচর এলাকার বেলায়েত (২৩) ও দৌলতপুর এলাকার ফয়সালকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।