
ছিনতাই করা ট্রাক কেড়ে নিল ৩ জনের প্রাণ
সারাদেশ ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ছিনতাই করা ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের খালেক মিয়ার ছেলে রিকশাচালক সামাদ মিয়া (৩০), একই উপজেলার মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে আনছু মিয়া (৩৫) ও ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বার চান্দুরা গ্রামের মফল উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।