মেয়রের গোডাউনে ৩ হাজার লিটার সয়াবিন তেল

মেয়রের গোডাউনে ৩ হাজার লিটার সয়াবিন তেল

সারাদেশ ডেস্ক
বিসিবিনিউজ ‍টুয়েন্টিফোর ডটকম

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মাজেদুল বারী নয়নের গোডাউন থেকে প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার মৌখাড়াবাজারে মেয়রের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউন থেকে ওই তেল জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও র‌্যাব-৫ এর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অভিযোগে ও বোতলজাত সয়াবিন তেল খোলা সয়াবিন হিসেবে বেশি দামে বিক্রির অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়।

ওই সময় পাশের মামুন স্টোরকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও ৯ কার্টন তেল জব্দ করে খোলা বাজারে বিক্রি করা হয়।

র‌্যাব-৫ এর নাটোর অফিস সূত্র মতে, উপজেলার মৌখাড়া বাজারে মেয়র মাজেদুল বারী নয়নের মালিকানাধীন মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালানো হয়। তার গোডাউন থেকে ৩ হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সেগুলো খোলা বাজারে ক্রেতাদের কাছে সরকার নির্ধারিত মূল্য ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, দেশে সয়াবিন তেলের কৃত্রিমসংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। নাটোরে এ ধরনের অভিযান অব্যাহত আছে। ছোট-বড় সব প্রতিষ্ঠানেই অভিযান চালানো হবে।

মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, তেল মজুতের বিষয় জানতাম না। এসব করেছেন ম্যানেজার সবুজ হোসেন। মেয়র নির্বাচিত হওয়ায় পর দোকানের দায়িত্ব ম্যানেজার সবুজ হোসেনকে দিয়েছি। কোনো খোঁজখবরও রাখতে পারি না।

বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নয়ন বড়াইগ্রাম পৌরসভার মেয়র নির্বাচিত হন।

এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




এই পাতার আরও সংবাদ