ইমরান খানের নিরাপত্তায় পুলিশ, ফ্রন্টিয়ার কনস্টেবুলারি, সামরিক কর্মকর্তা ও রেঞ্জার
1 min read

ইমরান খানের নিরাপত্তায় পুলিশ, ফ্রন্টিয়ার কনস্টেবুলারি, সামরিক কর্মকর্তা ও রেঞ্জার

বিশ্ব ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দিচ্ছে সরকার। এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নিরাপত্তা ইস্যুতে হুমকি মূল্যায়ন বিষয়ক দুটি বৈঠকও করেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী, ইমরান খানের বাসভবন বানি গালায় মোতায়েন করা হবে ৯৪ জন নিরাপত্তা কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, এর মধ্যে ইসলামাবাদ পুলিশের ২২ জন সদস্য এবং ফ্রন্টিয়ার কনস্টেবুলারির ৭২ জন সদস্য থাকবেন। উপরন্তু নিরাপত্তা বিভাগের ২৬ জন কর্মকর্তা এবং ৯ জন সামরিক কর্মকর্তা প্রস্তুত থাকবেন।

এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

আলাদাভাবে খাইবার পখতুনখাওয়া পুলিশ ২৬ জন সদস্য এবং গিলগিট-বাল্টিস্তান থেকে ৬ জনকে সরবরাহ করা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেছেন, ইমরান খানের নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন প্রধান নিরাপত্তা কর্মকর্তা। এছাড়া দেশজুড়ে যখন রাজনৈতিক র‌্যালি করবেন তখন প্রাদেশিক সব সরকারকে ইমরান খানের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রতি নির্দেশনা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

নিরাপত্তার অধীনে ইমরান খান যখন মুভ করবেন তখন পুলিশের চারটি গাড়ি থাকবে তার সঙ্গে। এতে থাকবে ২৩ জন পুলিশ সদস্য। পাশাপাশি ৫ জন রেঞ্জারকে বহনকারী একটি গাড়িও থাকবে।

পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, যদি সাবেক প্রধানমন্ত্রী ইমরানের নিরাপত্তায় সুনির্দিষ্ট হুমকি দেখা দেয়, তাহলে আরও নিরাপত্তা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *