শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করতে চান

বিশ্ব ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
দলীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। তাদের জানিয়েছেন দেশের উদ্ভূত পরিস্থিতিতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান। এর মধ্যদিয়ে সর্বদলীয় সরকার গঠনের পথ বের হয়ে আসবে বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রীর অফিস থেকে এ কথা জানানো হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর।
রণিল বিক্রমাসিংহে বলেছেন, এ সপ্তাহে জ্বালানি তেল বিতরণ ব্যাপকভিত্তিতে শুরু হবে। বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক এই সপ্তাহে শ্রীলঙ্কা সফরে আসবেন। টেকসই ঋণ বিষয়ে আইএমএফের কাছে দেয় রিপোর্ট অল্প সময়ের মধ্যে প্রস্তুত হবে। এর ভিত্তিতে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিরোধী দলীয় নেতাদের সুপারিশের বিষয়ে তিনি একমত। এ বিষয়ে তিনি প্রেসিডেন্টকে অবহিত করেছেন। বলেন, সর্বদলীয় সরকার গঠন করতে হবে। যখন এই সরকার পদত্যাগ করবে তখন দেশের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অবিলম্বে দায়িত্ব নিতে আরেকটি সরকারকে প্রস্তুত থাকতে হবে।
এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।