
মানুষের দেহে ট্রায়ালের অনুমতি পেল ‘বঙ্গভ্যাক্স’
ডেস্ক রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
করোনাভাইরাস প্রতিরোধী দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের ‘বঙ্গভ্যাক্স’ টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
রোববার গ্লোব বায়োটেক লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানবদেহে প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’। ৬০ জনকে নিয়ে বিএসএমএমইউতে শুরু হবে এই ট্রায়াল। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
প্রাথমিক ফলে এই টিকা ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভ‡রিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
এর আগে এই টিকার অ্যানিমেল ট্রায়ালও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত বছরের ২৩ নভেম্বর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি মিললেও ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষার প্রহর গুনছিল।