বউ জামাই শাশুড়ি ও শ্যালিকার ইয়াবা কারবার, কক্সবাজারে ধরা খেলেন গাজীপুরের এই পরিবার

বউ জামাই শাশুড়ি ও শ্যালিকার ইয়াবা কারবার, কক্সবাজারে ধরা খেলেন গাজীপুরের এই পরিবার

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

এবার পর্যটক বেশে এসে কনডমে ভরে ইয়াবা পাচারকালে একই পরিবারের ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধৃত চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী, শ্বাশুড়ি ও শ্যালিকা।

তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কনডমে ভরে ঢাকার উদ্দেশ্যে পাচারের সময় কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে ১০ হাজার ইয়াবাসহ তাদের ধরা হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের লাইট হাউজ এলাকার ‘স্বপ্ন বিলাস’ নামের আবাসিক হোটেলের ৬ তলার ৬০৩ নাম্বার কক্ষ থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।

সুত্র মতে, ইয়াবা ট্যাবলেট বৃহস্পতিবার সন্ধ্যায় সংগ্রহ করে তারা রাত ৯টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল।

কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার খবরে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়েছেন।

আটকৃতরা হলেন ইসমাইল হোসেন (৪০), তার স্ত্রী ফারজানা আকতার, শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা ছাবিনা আকতার। তারা সকলে ঢাকার গাজীপুরের বাসিন্দা।

ধৃত চারজনকে পরবর্তী পদক্ষেপ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




এই পাতার আরও সংবাদ