
টেকনাফে ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬
নুরুল হক, টেকনাফ
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বুধবার রাতে টেকনাফ মডেল থানায় মামলাটি করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হুসনে মুবারক। এই মামলায় ২৪ জনকে এজাহারভুক্তসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
মামলার প্রধান আসামি হলো শহিদ উল্লাহ, সে টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়ার হাসান আলীর ছেলে।
এই মামলায় আটক ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধৃত ৬ জনের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় নাগরিক রয়েছেন।
তারা হলেন উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ, একই ক্যাম্পের বাসিন্দা মো. শরীফ, কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম, একই এলাকার কোরবান আলী, ঈদগাঁও উপজেলার ঈদগাঁও হাজিপাড়ার মো. আবদুল্লাহ ও টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ।
এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ট্রলারডুবিতে উদ্ধার রোহিঙ্গাসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়। বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি উদ্ধার হওয়াদের আদালতের মাধ্যমে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।
গত মঙ্গলবার ভোরে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত তিনজন রোহিঙ্গা নারী ও এক শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার জীবিত দালালসহ ৪৫ জনকে উদ্ধার করেছিল কোস্টগার্ড।
উদ্ধার হওয়াদের তথ্য মতে, এই ট্রলারে ৭০ জনের মতো লোক ছিল। সেই হিসাবে এখনও ২৪ জন লোক নিখোঁজ রয়েছে।