প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে ৭ জনের মৃত্যু
1 min read

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে ৭ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

ভারতের পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনকালে পানিতে ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

বুধবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে এই ঘটনা ঘটে।

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বুধবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কিন্তু প্রতিমা বিসর্জনকালে হঠাৎ করে নেমে আসা পাহাড়ি ঢলে আটকা পড়েন অনেকে। এসময় বিসর্জনের গাড়িও নদীতে আটকে পড়ে। পরে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল পাহাড়ি ঢল এখনও অব্যাহত রয়েছে। তাই উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *