মালয়েশিয়াগামী ট্রলারডুবি : আরও ২ তরুণীর লাশ উদ্ধার
1 min read

মালয়েশিয়াগামী ট্রলারডুবি : আরও ২ তরুণীর লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ‘মালয়েশিয়াগামি ট্রলারডুবি’র ঘটনায় বাহারছড়া সমুদ্রসৈকত থেকে ভেসে আসা আরও দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের আনুমানিক বয়স ১৭-২২ বছর হতে পারে।

বূধবার রাত ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের শীলখালী সমুদ্রসৈকতে একটি ও রাত ১১টার দিকে একই ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকায় আরেকটি লাশ উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

হাফিজুর রহমান বলেন, রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক নূর মোহাম্মদের নেতৃত্বে পৃথক এলাকা থেকে দুই তরুণীর লাশ দুটি উদ্ধার করা হযেছে। মালয়েশিয়াগামী ট্রলারডুবিতে নিখোঁজদের মধ্যে এই দুইজনের লাশ হতে পারে।

তবে মৃতদের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে আদালতের নির্দেশনা মেনে ব্যবস্থা নেয়া হবে।

বঙ্গোপসাগরে সোমবার মধ্যরাতে শতাধিক রোহিঙ্গা নিয়ে অবৈধ উপায়ে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার এবং এক শিশু ও পাঁচজন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে এই ঘটনায় দালালসহ সংঘবদ্ধ মানবপাচারকারি চক্রের সদস্যসহ ২৪ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *