
১৩ কোটি টাকার মাদক ‘আইস’ ও ইয়াবা উদ্ধার
নুরুল হক, টেকনাফ (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আলাদা অভিযানে ১৩ কোটি টাকার অধিক মূল্যের ২ কেজি ১২০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ অক্টোবর) সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শনিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং খারাংখালী বিওপির একটি সীমান্ত সুরক্ষা টহলদল দায়িত্ব পালনকালে বিআরএম ১৫ থেকে অনুমানিক ২০০ গজ উত্তর দিকে সাড়ে চার কিলোমিটার নামক এলাকা দিয়ে ২ জন ব্যক্তিকে নাফনদী পার হয়ে বেড়িবাঁধ দিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে একটি বস্তা ফেলে নাফনদী দিয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সেখানে তল্লাশী চালিয়ে ২ কেজি ১২০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
বিজিবির দাবি, উদ্ধার হওয়া আইস ও ইয়াবার আনুমানিক মূল্য ১১ কোটি ৫০ লাখ টাকা।
এছাড়া একইদিন ভোরে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে বিজিবি নিয়মিত তল্লাশি কাযক্রম পরিচালনার সময় একটি ইজিবাইক আসলে বিজিবি সদস্যরা থামানোর সংকেত দেন। কিন্তু ইজিবাইক চালক সংকেত অমান্য করে দ্রুত সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করতে দেখে চলন্ত অবস্থায় ইজিবাইক চালক লাফ দিয়ে পাশ্ববতী গ্রামের দিকে পালিয়ে যায় এবং ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়।
পরে বিজিবি সদস্যরা সেখানে পৌছে তল্লাশী চালিয়ে সিটের নিচে প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এসময় ইজিবাইকটিও জব্দ করা হয়।
বিজিবির দাবি, এই অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ও ইজিবাইকের আনুমানিক মূল্য ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবির সিও জানান, উদ্ধার হওয়া মালিকবিহীন আইস ও ইয়াবা বিজিবি ব্যাটলিয়ানে জমা রাখা হবে। পরবতীতে আইনী ব্যবস্থা শেষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।
তাছাড়া ইজিবাইকটি হ্নীলা শুল্ক ষ্টেশনে জমা করা হয় বলেও জানিয়েছেন তিনি।