কক্সবাজারে ফল বিক্রেতাকে গলা কেটে হত্যা, ‘ভালো পথে’ চলতে চেয়েছিলেন ওসমান
1 min read

কক্সবাজারে ফল বিক্রেতাকে গলা কেটে হত্যা, ‘ভালো পথে’ চলতে চেয়েছিলেন ওসমান

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজার শহরের মোহাজেরপাড়ার কাছে টাংকি পাহাড় এলাকায় মো. ওসমান (৩৪) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. ওসমান টাংকি পাহাড় এলাকার মৃত নূর আহম্মদের ছেলে। তিনি কক্সবাজার সদর হাসপাতাল সড়কে ফল বিক্রি করতেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ওসমান তার নির্মাণাধীন বাড়িতে একা থাকতেন। প্রায় সময় বন্ধুদের সঙ্গে মিলে বাড়িতে আড্ডা দিতেন। বুধবার রাতেও কয়েকজন বন্ধুর সঙ্গে গভীর রাত পর্যন্ত বাড়ির ছাদে আড্ডা ও লুডু খেলেছেন। সকালে তার এক ভাগনি লাইট বন্ধ করার জন্য বাড়িতে ঢুকলে একটি কক্ষে ওসমানের গলাকাটা মরদেহ দেখতে পান।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গেছেন হত্যাকারী। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, ওসমান নামের ওই যুবক এক সময় ছিনতাইয়ের সাথে জড়িত ছিলেন। এমন ঘটনায় তিনি জেলও খেটেছেন। ছেলে পুলিশের হাতে আটকের খবর পেয়ে তার মা হার্টস্ট্রোক করে মারা যান। ৩-৪ মাস হাজতবাসের পর জেল থেকে বেরিয়ে ওসমান ভালো পথে জীবনধারণের চেষ্টা করেন। তিনি ঋণ নিয়ে হাসপাতাল সড়কে ফলের ব্যবসা শুরু করেছিলেন। সেখানে সাফল্যও পেয়েছিলেন। কিন্তু তার শেষ রক্ষা হলো না। তার আয়ের টাকায় করা বাড়িতে ওসমানের বসবাস করার সুযোগও হলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *