
দুই রোহিঙ্গা মাঝিকে জবাই করল ‘আরসা’, ঘটনাস্থলেই একজন নিহত
আনছার হোসেন, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
কক্সবাজারের অনতিদূরে উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা মাঝিকে (নেতা) জবাই করেছে রোহিঙ্গাদের সন্ত্রাসবাদী সংগঠন ‘আরসা’। এদের মধ্যে ওই ক্যাম্পের এফ ব্লকের সাব-মাঝি মৌলভী মোহাম্মদ ইউনূস ঘটনাস্থলে নিহত হয়েছেন। অন্যজন হেড মাঝি মোহাম্মদ আনোয়ারের অবস্থা সংকটাপন্ন। তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তাজনিমার খোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
ঘটনায় নিহত সাব-মাঝি মৌলভী মোহাম্মদ ইউনূস হলেন ব্লক এফ/২ এর মৌলভী ছৈয়দ কাসিমের ছেলে। গুরুতর আহত মোহাম্মদ আনোয়ার একই ব্লকের মৃত নূর মোহাম্মদের ছেলে।
তাজমিনার খোলা ১৩ ও ১৯ নাম্বার ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) জালাল উদ্দিন ভূঁইয়া বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রোহিঙ্গা ক্যাম্প গুলোতে আরসা সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। শনিবারও তাদের মর্মান্তিক হামলায় একজন নিহত ও আরেকজন গুরতর আহত হলেন। তবে এই ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি।
সহকারি ক্যাম্প কমান্ডার ও এএসপি জালাল উদ্দিন ভূঁইয়া বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আরসা সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে দুই রোহিঙ্গা মাঝিকে জবাই করেছে। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। তবে ঘটনার পরপরই তারা পালিয়ে গেছে।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে তৎপর রয়েছে। হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।