
রাত পোহালেই জেলা পরিষদ নির্বাচন, কক্সবাজারে লড়ছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
রাত পোহালেই জেলা পরিষদ নির্বাচন। দেশের অন্য জেলার মতো কক্সবাজার জেলা পরিষদেও আগামিকাল সোমবার (১৭ অক্টোবর) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন কার্যক্রম বাস্তবায়ন মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা পরিষদ নির্বাচনে রামুর ১১টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা রামু উপজেলা অডিটোরিয়ামে ভোট প্রদান করবেন। ভোটগ্রহণ শুরু হবে সোমবার সকাল ৯টায়। ১৭ অক্টোবর সকল ৯টা থেকে একটানা দুপুর ২টা পযর্ন্ত ভোটগ্রহণ চলবে।
তিনি জানান, এবারের ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সুষ্টু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। মোবাইল ফোন নিয়ে ভোটকক্ষে প্রবেশ নিষিদ্ধ ও নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মাহফুজুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভোট কেন্দ্র গুলো সিসি ক্যামেরায় সরাসরি দেখবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোন ধরণের অপপ্রচার না করার জন্য সবাইকে সতর্ক করেন তিনি।
রামুর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। ম্যাজিট্রেট, পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য সমন্বয়ে নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনকে সজাগ রাখা হয়েছে।
তিনি জানান, নির্বাচন চলাকালীন যে কোন অপ্রীতিকর ঘটনা কঠোর ভাবে মোকাবেলা করা হবে।
জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, রামুর ১১ ইউনিয়নের জনপ্রতিনিধিরা সুষ্টু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য বদ্ধপরিকর। ভোট কেন্দ্রে কোন ধরণের মারামারি ও সহিংসতার চেষ্টা করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবে না।
সবাইকে উৎসবমুখর পরিবেশে নিজ কেন্দ্রে পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান তিনি।
জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাখাওয়াত হোসেন।
জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাখাওয়াত হোসেন বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা পরিষদ নির্বাচনে জেলার ৯ উপজেলায় ৭১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ভোটার সংখ্যা ৯৯৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৫৯ জন ও মহিলা ভোটার ২৩৫ জন।
এবারের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী পেয়েছেন মোটর সাইকেল, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার পেয়েছেন তালগাছ, শাহীনুল হক মার্শালের প্রতীক আনারস ও মঙ্গল পার্টির সভাপতি জগদীশ বড়ুয়া প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে জেলা পরিষদ সদস্য উখিয়ার হলদিয়া পালং আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল (দোয়াত কলম), তছলিমা আক্তার রুমানা (টেবিলঘড়ি) ও তাছলিমা আক্তার (ফুটবল), ২নং ওর্য়াড থেকে মশরফা জান্নাত-বই, চম্পা উদ্দিন-টেবিল ঘড়ি, সালেহা আক্তার আখি-ফুটবল, হুমাইরা বেগম-হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। ৩নং ওয়ার্ড থেকে আসমা উল হুসনা-টেবিল ঘড়ি, তানিয়া আফরিন-দোয়াত কলম ,রেহেনা খানম-ফুটবল এবং হুমাইরা বেগম-বই প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে জাফর আলম-তালা, মোঃ শফিক মিয়া-টিউবওয়েল, ২নং ওর্য়াড থেকে আবুল মনসুর চৌধুরী-টিউবওয়েল, হুমায়ুন কবির চৌধুরী-তালা, ৩নং ওয়ার্ড থেকে মাহমুদুল করিম মাদু-হাতি, তাহমিনা নুসরাত জাহান লুনা-তালা ও মোঃ রুহুল আমিন-অটোরিক্সা, ৪নং ওয়ার্ড থেকে ফরিদুল আলম-হাতি, শামসুল আলম মন্ডল-তালা, মোস্তাক আহমদ-অটোরিক্সা, নুরুল আবছার-ঘুড়ি, মোঃ মনজুরুল মুর্শেদ কাদের-বৈদ্যুতিক পাখা ও মোঃ আবদুল মজিদ-টিউবওয়েল, ৬নং ওয়ার্ড থেকে সোলতান আহমেদ-ঘুড়ি, মুহাম্মদ ফয়সাল-হাতি, মোঃ আবু তৈয়ব-টিউবওয়েল, মোঃ জাহাঙ্গির আলম-তালা, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া-বৈদ্যুতিক পাখা, ৭নং ওয়ার্ডে মোঃ আবদুল হামিদ-ক্রিকেট ব্যাট, মোঃ জয়নাল আবেদীন-হাতি, মোলতান মোহাম্মদ রিপন-ঢোল, নুরুল আবছার-বৈদ্যুতিক পাখা, সেলিনা আক্তার-উটপাখি ও মোহাম্মদ আজমগীর-টিউবওয়েল, ৮নং ওয়ার্ডে এম. আজিজুর রহমান-তালা, শহীদুল ইসলাম মুন্না-হাতি ও মোঃ সাইফুল কাদির-টিউবওয়েল এবং ৯নং ওয়ার্ডে কফিল উদ্দিন-তালা, আবু জাফর ছিদ্দিকী-হাতি, ছরওয়ার আলম সিকদার-ঘুড়ি ও নুরুল ইসলাম-টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
তবে ৫নং ওয়ার্ডে আরিফুল ইসলাম বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে এবারের ৯টি ভোট কেন্দ্র ও ভোটার সংখ্যা হলো টেকনাফ উপজেলা পরিষদ হল রুম ভোট কেন্দ্রে ভোটার ৯৩ জন, উখিয়া উপজেলা পরিষদ হল রুম ভোট কেন্দ্রে ভোটার ৬৮ জন, সদর উপজেলার কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার ৮২ জন, রামু উপজেলা পরিষদ হল রুম ভোট কেন্দ্রে ভোটার ১৪৫ জন, ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার ৬৫ জন, চকরিয়া উপজেলা পরিষদ হল রুম ভোট কেন্দ্রে ভোটার ২৪৯ জন, পেকুয়া উপজেলা পরিষদ হল রুম ভোট কেন্দ্রে ভোটার ৯৪ জন, মহেশখালী উপজেলা পরিষদ হল রুম ভোট কেন্দ্রে ভোটার ১১৭ জন ও কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার ৮১ জন।