
কক্সবাজার জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ‘বিদ্রোহী’ মার্শাল
বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
অবশেষে সরকারি দলের প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে পেছনে ফেলে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ‘বিদ্রোহী প্রার্থী’ শাহীনুল হক মার্শাল। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি একেএম মোজাম্মেল হকের সেজো ছেলে।
শাহীনুল হক মার্শাল বেসরকারি ভাবে কক্সবাজার জেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসনের একাধিক সুত্র বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছে।
সুত্র মতে, কক্সবাজার জেলার ৯টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ শাহীনুল হক মার্শাল আনারস প্রতীক নিয়ে ৫২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মটর সাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ৩৬৯ ভোট। মোস্তাক আহমদ চৌধুরীর চেয়ে শাহিনুল হক মার্শাল ১৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ভাবে পাওয়া তথ্য মতে, বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য জেলার কেন্দ্রওয়ারি ফলাফল তুলে ধরা হলো।
উখিয়া কেন্দ্র : আনারস ৪৫ ভোট ও মোটর সাইকেল ২১ ভোট, কক্সবাজার সদর কেন্দ্র : আনারস ৪৭ ভোট ও মোটর সাইকেল ৩৩ ভোট, রামু কেন্দ্র : আনারস ৬৩ ভোট ও মোটর সাইকেল ৭৯ ভোট, পেকুয়া কেন্দ্র : আনারস ৬৫ ভোট ও মোটর সাইকেল ২৭ ভোট, টেকনাফ কেন্দ্র : আনারস ৫৩ ভোট ও মোটর সাইকেল ৪০ ভোট, কুতুবদিয়া কেন্দ্র : মোটর সাইকেল ৪৩ ভোট ও আনারস ৩৬ ভোট, চকরিয়া কেন্দ্র : আনারস ১৩৯ ভোট ও মোটর সাইকেল ৫১ ভোট, ঈদগাঁও কেন্দ্র : আনারস ৩৫ ভোট ও মোটর সাইকেল ৩০ ভোট এবং মহেশখালী কেন্দ্র : আনারস ৪৬ ভোট ও মোটরসাইকেল ৪২ ভোট।
সুত্র মতে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারি সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার পেয়েছেন মাত্র এক ভোট। এছাড়াও আরেক সমালোচিত প্রার্থী জগদীশ বড়ুয়া পার্থ পেয়েছেন ৯ ভোট।