
সোনাদিয়ায় বজ্রপাতে কলেজছাত্র শাকিবের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মহেশখালী (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্বপাড়া গ্রামে বজ্রপাতে মোহাম্মদ শাকিব (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাকিব (২০) কুতুবজোম ইউনিয়নের ২নং ওয়ার্ড সোনাদিয়া দ্বীপের মো. কবিবের ছেলে। সে কক্সবাজার সিটি কলেজের এইচএসসি দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসি জানান, মৃত্যুর আধাঘন্টা আগে সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে ছিল। দক্ষিণে চরের দিকে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে শাকিব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা স্পিডবোটে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে।