তৌফিক নূরের নেতৃত্বে সেমিফাইনালে কক্সবাজার
1 min read

তৌফিক নূরের নেতৃত্বে সেমিফাইনালে কক্সবাজার

আনছার হোসেন, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার কৃতি ক্রিকেটার ও অনুর্ধ-১৮ দলের অধিনায়ক হিসেবে শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট টুর্ণামেন্টে কক্সবাজার জেলা দলকে সেমিফাইনালে তুলে এনেছে তৌফিকুল নূর। ১৬ বছর বয়সী এই কিশোর তার অলরাউন্ড নৈপূণ্যে কক্সবাজার জেলা অনুর্ধ-১৮ ক্রিকেট দলের নেতৃত্বের ভার কাধে তুলে নিয়েছে। আগামি ১২ নভেম্বর এই টুর্ণামেন্টের সেমিফাইনালে ডি-গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাক্ষণবাড়িয়া দলের বিরুদ্ধে নেতৃত্ব দেবে তৌফিকুল নূর।

রামু কলেজের অধ্যাপক শহিদুল হক কাজল ও গৃহিনী জোবেদা খানম লাকি দম্পতির দ্বিতীয় সন্তান তৌফিকুল নূর। সে বর্তমানে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। পঞ্চম শ্রেণী থেকেই তার ক্রিকেটে হাতেখড়ি। কক্সবাজার শহরে কক্সবাজার ক্রিকেট স্কুলে (সিসিএস) ক্রিকেট প্রশিক্ষণের মধ্যদিয়ে তার ক্রিকেট জীবন শুরু। এই ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক আশরাফুল আজিজ সুজন হলেন তার ক্রিকেট হাতেখড়ির প্রথম কারিগর।

তৌফিকুল নূর অনুর্ধ-১৪ কক্সবাজার জেলা দলেরও নেতৃত্ব দিয়েছে। পরে সে বিকেএসপির ট্যালেন্ট হান্টে অংশ নিয়ে দীর্ঘদিন প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। দেশে কোভিড পরিস্থিতির কারণে অনুর্ধ-১৬ দলের তার খেলার সুযোগ হয়নি। তবে ১৬ বছর বয়সেই অনুর্ধ-১৮ দলের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে গেছে এই বা-হাতি অফস্পিনার ও বা-হাতি ব্যাটসম্যান।

তৌফিক নূরের নেতৃত্বে সেমিফাইনালে কক্সবাজার

অনুর্ধ-১৮ ক্রিকেট দলের নেতৃত্ব কাধে নেয়ার আগে মাত্র একমাস পূর্বেই তৌফিক নূর একাডেমী কাপ ক্রিকেটে জেলা দলের নেতৃত্ব দিয়েছে। তবে এই টুর্ণামেন্টে ৩ ম্যাচের একটিতে জিতলেও দুটিতে দল হেরে গেছে।

তৌফিক নূর কক্সবাজার জেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগে কলাতলী ক্রিকেট ক্লাবের নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়নের স্বাদ এনে দিয়েছে। এই টুর্ণামেন্টে কলাতলী ক্রিকেট ক্লাবের হয়ে একটি ম্যাচে সে ৮৭ বলে ৬০ রান করার কৃতিত্ব দেখিয়েছে। তবে তৌফিক মূলত অফ-স্পিনেই বেশি উইকেট নিয়েছে।

চলমান শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট টুর্ণামেন্টে কক্সবাজার জেলা দলের ৩টি ম্যাচে প্রতি ম্যাচেই ৩ উইকেট শিকার করে সর্বাধিক ৯ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছে।

চাঁদপুর জেলা স্টেডিয়ামে চলমান এই টুর্ণামেন্টে বি-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে কক্সবাজার জেলা দল। টুর্ণামেন্টের গ্রুপ পর্যায়ের ৩টি ম্যাচে মৌলভীবাজারকে ৪ উইকেটে, রাঙ্গামাটিকে ৫ উইকেটে ও চট্টগ্রামকে ৪ উইকেটে হারায় তৌফিক নূরের কক্সবাজার জেলা দল।

তৌফিকুল নূরের জন্ম কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ায়। বাবা-মায়ের দুই ছেলে-মেয়ের মধ্যে তৌফিক ছোট। তার চাচা প্রফেসর ড. মাহবুবুল হক চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ডিন। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রফেসর হিসেবে শিক্ষকতা করছেন। তার দাদা নুরুল হক ছিলেন কক্সবাজার বন বিভাগের প্রধান সহকারী (হেড-ক্লার্ক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *