দন্ডপ্রাপ্ত ১০১ ইয়াবাকারবারির ১২ জনই বদির ভাই ও নিকটাত্মীয়
1 min read

দন্ডপ্রাপ্ত ১০১ ইয়াবাকারবারির ১২ জনই বদির ভাই ও নিকটাত্মীয়

আবদুল শুক্কুর, আবদুল আমিন, মো. ফয়সাল ও শফিকুল ইসলাম

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজারে মাদক মামলার রায়ে ‘আত্মস্বীকৃত’ যে ১০১ জন ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে, তাঁদের মধ্যে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ৪ ভাইসহ ১২ জন নিকটাত্মীয় আছেন।

আজ বুধবার (২৩ নভেম্বর) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন।

মাদক মামলার রায়ে ১০১ আসামির প্রত্যেককে একবছর ৬ মাস কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই ও নিকটাত্মীয় ১২ জনের মধ্যে আছেন আবদুর রহমান বদির চার ভাই আবদুল শুক্কুর, আবদুল আমিন ওরফে আমিনুল ইসলাম, মো. ফয়সাল ও শফিকুল ইসলাম, চাচাতো ভাই মো. আলম, খালাতো ভাই মং মং সিং, ফুফাতো ভাই কামরুল ইসলাম, ভাগনে সাহেদুর রহমান প্রমুখ। তাঁরা সবাই পলাতক রয়েছেন।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের সর্বশেষ করা ইয়াবা ব্যবসায়ীর ১ হাজার ১৫১ জনের তালিকায় ৭৩ জন প্রভাবশালী ইয়াবা গডফাদার আছেন। ৭৩ গডফাদারের তালিকার ৬৬ জনই টেকনাফের বাসিন্দা।

২০১৮ সালের ৪ মে থেকে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শুধু কক্সবাজার জেলায় ৪ নারীসহ ৩০২ মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে টেকনাফে মারা গেছেন ১৭৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *