মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা আদায়কালে দুই স্বাস্থ্য কর্মকর্তা ধরা
1 min read

মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা আদায়কালে দুই স্বাস্থ্য কর্মকর্তা ধরা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা উত্তোলনের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী কর্মকর্তা আশরাফ আলী ও স্বাস্থ্য সহকারী মুরাদ ছিদ্দিকীকে স্থানীয়রা আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান তাদের আটক করে উপজেলায় নিয়ে যান।

রোববার রাতে বানিয়ারছড়া স্টেশনে এই ঘটনা ঘটে।

বানিয়ারছাড়াসহ বেশ কিছু ষ্টেশনের ব্যবসায়ীরা জানান, অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী কর্মকর্তা আশরাফ আলী ও স্বাস্থ্য সহকারী মুরাদ ছিদ্দিকী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানের ভয় দেখিয়ে রশিদবিহীন টাকা আদায় করে আসছেন। কিছুদিন ধরে একই কায়দায় বানিয়ারছড়া ষ্টেশনের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা দাবি করে তারা। সর্বশেষ ৬ আগষ্ট বিকাল ৪টার দিকে টাকা তুলতে গেলে ব্যবসায়ীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা তাদের আটকে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থলে পৌছে তাদের আটক করে উপজেলায় নিয়ে যান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান সাংবাদিকদের বলেন, তাদের টাকা উত্তোলনের বিষয়টি স্বীকারোক্তিসহ প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রশিদবিহীন উত্তোলনকৃত ২৩ হাজার ৮৪০ টাকাসহ আলামত জব্দ করা হয়েছে।

তিনি জানান, বিষয়টি কক্সবাজারের সিভিল সার্জনকে অবহিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্তের জিম্মায় ছেড়ে দেয়া হয়। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দিয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *