‘একাত্তর’ ও ‘সময়’ টিভির টকশো বর্জনের সিদ্ধান্ত নিল বিএনপি
1 min read

‘একাত্তর’ ও ‘সময়’ টিভির টকশো বর্জনের সিদ্ধান্ত নিল বিএনপি

ডেস্ক রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

পক্ষপাতমূলক আচরণের অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর’ ও ‘সময়’ টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সম্প্রতি টিভি টকশোতে অংশ নেয়া দলের নেতাদের উদ্দেশে এই বিষয়ে একটি চিঠি দেয়া হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত চিঠিটি ইতোমধ্যে নেতাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

এ বিষয়ে দলের নেতাদের চিঠি দেয়ার কথা মিডিয়া কর্মীদের কাছে স্বীকার করেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনও কখনও টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করতে। এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদন ক্রমে আমরা একাত্তর ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’

বিএনপি সমর্থক আলোচকদের প্রতি আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, ‘আমাদের দলের আলোচকদের অনুপস্থিতিতে দর্শকদের কাছে সংশ্লিষ্ট ওই টকশো ও চ্যানেল দর্শকশূন্যতায় পর্যবসিত হবে। আর তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে। আসুন আমরা সব আলোচকরা আগামী ৯ই আগস্ট থেকে একাত্তর ও সময় টিভির টকশোতে অংশগ্রহণ বন্ধ রাখি।’

‘পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে’ বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *