ফিশিংবোটে বস্তাভর্তি ৭ লাখ ইয়াবা, দৌঁড়ে পালালো ৪ কারবারি
1 min read

ফিশিংবোটে বস্তাভর্তি ৭ লাখ ইয়াবা, দৌঁড়ে পালালো ৪ কারবারি

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাগর উপকূল থেকে মিয়ানমার হতে পাচার হয়ে আসা বস্তাভর্তি ৭ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে ইয়াবার এই বৃহৎ চালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পুর্বজোনের মিডিয়া কর্মকর্তা। তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে টেকনাফ থানার আওতাধীন টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানিরছড়া ফিশিং ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার একটি বড় চালান টেকনাফে প্রবেশ করবে। ওই সংবাদের তথ্য অনুযায়ী ৯ আগস্ট (বুধবার) বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে কোস্টগার্ডের একটি অভিযানিক দল সেই এলাকায় অবস্থান নেয়।

পরে গভীর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে একটি ফিশিং বোট সমুদ্র হয়ে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানিরছড়া ঘাটে পৌছে। ওই ট্রলার থেকে ৪টি বস্তাসহ ৪ জন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে সেটি পুনরায় সমুদ্রে চলে যায়।

ফিশিং বোট থেকে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামতে সংকেত দেয়। ওেই সময় ৪ ব্যক্তি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়।

কোস্টগার্ড কর্মকর্তার দাবি, অভিযানিক দল ওই ৪ ব্যক্তিকে ধাওয়া করলে তারা দ্রুত ঝাউবনের গহীনে হারিয়ে যায়। এরপর কারবারীদের ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৭,০০,০০০ (সাত লাখ) পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবার চালানটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *