চকরিয়ায় সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবা ও দুই ছেলে নিহত
1 min read

চকরিয়ায় সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবা ও দুই ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ার বিএমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বহদ্দারকাটায় বাড়ির সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পিতা ও দুই পুত্র রয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনোয়ার হোসেন (৭৫), তার দুই ছেলে শাহাদাত হোসেন (৫০) ও শহিদুল ইসলাম (২২)। শহিদুল ইসলাম চকরিয়া আমজাদিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র।

স্থানীয় লোকজন জানান, বন্যা পরবর্তী পানি নেমে যাওয়ার কারণে তারা তিনজন মিলে বাড়ির সেফটি টাংকের ঢাকনা তুলে পরিস্কার করার চেষ্টা করেন। এমন সময় সেফটি টাংকের নির্ঘত গ্যাসে তাদের দম বন্ধ হয়ে পড়ে। সে সময় ঘটনাস্থলে শাহাদাত হোসেন (৫০) ও শহিদুল ইসলাম (২২) ঘটনাস্থলেই নিহত হন৷

এ সময় স্থানীয় লোকজন নিহতদের বাবা আনোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়। পরে আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই পরিবারে তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিষয়টি তিনি স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে শুনেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *