ঝুঁকি নিয়ে বিদেশ যাত্রা করে ট্রলারডুবি, সেন্টমার্টিন উপকূলে অর্ধগলিত ২ মৃতদেহ
1 min read

ঝুঁকি নিয়ে বিদেশ যাত্রা করে ট্রলারডুবি, সেন্টমার্টিন উপকূলে অর্ধগলিত ২ মৃতদেহ

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সাগর উপকূল থেকে জোয়ারের পানিতে ভেসে আসা দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুত্র মতে, শুক্রবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটের দক্ষিণে হলবুনিয়া নামক সাগর উপকুলে অর্ধগলিত দুটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর দ্বীপে কর্মরত পুলিশকে অবিহিত করলে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় মৃৃতদেহ দুটি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া দুটি মৃতদেহের মধ্যে একটি নারী ও একটি পুরুষ। তবে মৃতদেহ গুলো অর্ধগলিত হওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ। তিনি জানান, সকাল ৭টার দিকে জোয়ারের পানিতে ভেসে আসা সেন্টমার্টিন দ্বীপের সাগর উপকুল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ গুলো অর্ধগলিত হওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে লাশ গুলোর ময়না তদন্ত রিপোর্ট তৈরি করার জন্য ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সুত্র মতে, চলতি সপ্তাহের ৩/৪ দিন আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের বহনকারি একটি ট্রলার সাগরে ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পাড়ি দিতে বিপজ্জনক সমুদ্রযাত্রা করে।

গত রোববার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে উত্তাল সাগরে যাত্রা করে তারা ওই ফিশিং ট্রলারটিতে অর্ধশতাধিক রোহিঙ্গা নর-নারী ছিল বলে ধারণা করেছে মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *