উখিয়ায় অস্ত্রসহ ধরা ২ রোহিঙ্গা সন্ত্রাসি
1 min read

উখিয়ায় অস্ত্রসহ ধরা ২ রোহিঙ্গা সন্ত্রাসি

নিজস্ব প্রতিবেদক, উখিয়া (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড রাইফেলের গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন সদস্যরা।

শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ৪ নম্বর ক্যাম্পের ৫/জি-ব্লকের পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও মৃত নুর আহাম্মদ ছব্বির আহম্মদ (৩৫)।

১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের নেতৃত্বে একটি টিম রোহিঙ্গা ক্যাম্প-৫ এলাকায় অভিযান পরিচালনা করে সৈয়দ উল্লাহর দোকানের সামনে থেকে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রাইফেলের গুলির খালি খোসাসহ কামাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত কামালা হোসেন জানান, তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ নামের এক যুবক তাকে সরবরাহ করেছে।

ধৃত আসামীর তথ্যমতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ছব্বির আহম্মদকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন অধিনায়ক মোঃ ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *