৭ বস্তা ইয়াবাসহ আটক নুনিয়াছড়ার ফারুকের বাড়িতে দুই বস্তায় মিলল এক কোটি ৬১ লাখ টাকা
1 min read

৭ বস্তা ইয়াবাসহ আটক নুনিয়াছড়ার ফারুকের বাড়িতে দুই বস্তায় মিলল এক কোটি ৬১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ ধরা পড়া ইয়াবা মাফিয়াখ্যাত জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুই বস্তা টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফারুকের উত্তর নুনিয়াছড়ার বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করে পুলিশ।

আটক জহিরুল ইসলাম ফারুকের দেয়া স্বীকারোক্তি মতে এই অভিযান চালানোর কথা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

৭ বস্তা ইয়াবাসহ আটক নুনিয়াছড়ার ফারুকের বাড়িতে দুই বস্তায় মিলল এক কোটি ৬১ লাখ টাকা

তিনি জানান, ১৪ লাখ ইয়াবাসহ আটক হওয়া জহিরুল ইসলাম ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বাড়িতে বিপুল পরিমাণ টাকা রাখার কথা স্বীকার করে।

তার দেয়া তথ্য মতে, অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দুটি বস্তাভর্তি টাকা উদ্ধার করা হয়। গণনা করে দুই বস্তায় এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা পাওয়া গেছে।

ইয়াবা এবং টাকা উদ্ধারের ঘটনায় আটক এবং চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *