
টেকনাফে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৩ জনের, আহত ৫
হেলাল উদ্দিন, টেকনাফ
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
টেকনাফ-কক্সবাজার সড়কে যাত্রীবাহী সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র ও অপর এক শিশুসহ ৩ জন নিহত এবং সিএনজি চালকসহ ৫ জন আহত হয়েছেন।
১০ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং লম্বাবিল দক্ষিণ মাথা নাইট্টার টেক পয়েন্টে এই দূর্ঘটনা ঘটে।
সুত্র মতে, কক্সবাজার থেকে টেকনাফগামী যাত্রীবাহী পালকি পরিবহন (কক্সবাজার-জ-১১-০২৩৮) এবং হ্নীলার মরিচ্যাঘোনা থেকে আসা কক্সবাজারগামী সিএনজির (কক্সবাজার-থ-১১-৮৭৪৬) মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই হ্নীলা মরিচ্যাঘোনার সিএনজি যাত্রী ছালামত উল্লাহ (৫৫), ছালামত উল্লাহর পুত্র নজরুল (৩০) ঘটনাস্থলে মারা যায়।
এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি ঘটনাস্থল পরিদর্শন করে আহত ও রক্তাক্তদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পালংখালী গয়ালমারা এমএসএফ হাসপাতালে পাঠান। বাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের ৭/৮ মাসের এক মেয়ে শিশু মারা যায় বলে স্থানীয় একাধিক সুত্র নিশ্চিত করেছেন।
এছাড়া গয়ালমারা হাসপাতাল থেকে হ্নীলা পানখালী শিয়াইল্যা মোরার নজরুলের স্ত্রী রোকেয়া ও শিশু মেয়ে, কামরুলের স্ত্রী নুরনাহার ও ১০/১১ বছরের মেয়ে এবং সিএনজি চালক আলী আকবর পাড়ার আবুল মঞ্জুরের ছেলে নুরুল মোস্তফাসহ ৫ জন নারী-শিশু ও পুরুষকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের মধ্যে নিহত নজরুলের শিশু মেয়ে এবং কামরুলের কিশোরী মেয়ের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
এই বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল আলিম জানান, দূঘর্টনার খবর পেয়ে সকাল ১০টার দিকে হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে বাসটি জিম্মায় নেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় শিশুসহ ৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।