
আবারও সেরা করদাতা কক্সবাজারের আবু কাউসার
বিশেষ প্রতিবেদক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
প্রতিবছরের মতো আবারও সেরা করদাতার পুরস্কার পেয়েছেন কক্সবাজারের বিশেষ শ্রেণীর ঠিকাদার ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু কাউসার। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় টানা তৃতীয়বারের সেরা করদাতা মনোনীত হয়েছেন। ২০১৮ সাল থেকেই তিনি একটানা সেরা করদাতার স্বীকৃতি পেয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারও তিনি সেরা করদাতা মনোনীত হন।
গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম ট্যাক্সেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে আবু কাউসারের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতাদের সম্মানিত করতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর আপীল অঞ্চলের কর কমিশনার (আপীল) মোঃ হেলাল উদ্দিন সিকদার।
চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে এবার সেরা করদাতার সম্মাননা অনুষ্ঠানটি ছিল অনাড়ম্বর। প্রতিবছর এই অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণ ভাবে করা হয়।
প্রসঙ্গত, মোহাম্মদ আবু কাউসার কক্সবাজার পৌর এলাকার বায়তুশ শরফ সড়কস্থ মরহুম আমান উল্লাহ কন্ট্রাক্টর ও মরহুমা তমন আরা বেগমের বড় ছেলে। তিনি তামান্না কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী এবং কক্সবাজার জেলা ও জেলার বাইরের বহু বৃহৎ উন্নয়ন প্রকল্পের ঠিকাদার।
আবু কাউসার দীর্ঘদিন ধরে সফলতার সাথে কক্সবাজার জেলাসহ সারাদেশে ঠিকাদারী ব্যবসা চালিয়ে আসছেন।